স্পোর্টস ডেস্ক, ঢাকা : ২০তম আসর দুয়ারে কড়া নাড়ছে বিশ্বকাপ ফুটবলের। ব্রাজিলের হেক্সা মিশন ব্যর্থ করে দিয়ে এবারের বিশ্বকাপ জিতবে ম্যারাডোনার দেশ আর্জেন্টিনা, এমন বিশ্বাস হৃদয়তন্ত্রিতে গেঁথে আর্জেন্টিনার ২৫০ ফুট লম্বা বিশাল পতাকা নিয়ে মিছিল করেছে ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী।

আর্জেন্টিনা সমর্থক এসব শিক্ষার্থী রোববার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে পতাকা মিছিলটি বের করে। মিছিলটি শহরের চরপাড়া মোড় ও ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক ঘুরে মেডিকেল কলেজ গেইটে এসে শেষ হয়।

ময়মনসিংহ মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সামিউল আওয়াল সাক্ষর, সাফাত চৌধুরী ও জাহিদুল ইসলাম কট্টর আর্জেন্টিনা সমর্থক। তারা মেডিকেল কলেজের অন্যান্য আর্জেন্টিনা সমর্থকদের একত্রিত করে সবাই মিলে প্রায় ১২ হাজার টাকা খরচ করে ২৫০ ফুট লম্বা বিশাল এ আর্জেন্টিনার পতাকা তৈরি করেন।

পরে তাদের নেতৃত্বে আর্জেন্টিনা সমর্থক শিক্ষার্থীরা এ পতাকা নিয়ে মেডিকেল কলেজ ক্যাম্পাসে মিছিল করে। মিছিলে শিক্ষকদের মধ্যে থেকে উপস্থিত ছিলেন কলেজের ফরেনসিক বিভাগের শিক্ষক ডা. রোমান।

আর্জেন্টিনার বিশাল এ পতাকা তৈরির মূল উদ্যোক্তা সামিউল আওয়াল সাক্ষর, সাফাত চৌধুরী ও জাহিদুল ইসলাম জানান, ‘বিশ্বকাপ ফুটবলের এ উন্মাদনা দেশের ফুটবলের জন্য ইতিবাচক। এ উন্মাদনাকে কাজে লাগিয়ে বাংলাদেশের ফুটবলও সামনে এগিয়ে যেতে পারে।’

(ওএস/পি/জুন ০৮,২০১৪)