নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে মোটর সাইকেলের তেলের ট্যাঙ্কির ভেতরে পেট্রোল নয়, ট্যাঙ্কি ভর্তি ফেনসিডিল! তাহলে কি ফেনসিডিল দিয়ে চলে মোটরসাইকেল? এমনই এক অভিনব কায়দায় ফেনসিডিলি বহনকালে শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ধামইরহাট থানার পুলির্শ অভিযান চালিয়ে ধামইরহাট-মঙ্গলবাড়ী সড়কের ন্যাশনাল পেট্রোলিয়ামের সন্নিকটে ৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল বহনকারী একটি মোটরসাইকেলসহ উপজেলার রুপনারায়নপুর (শল্পী) গ্রামের আ. সামাদের ছেলে সামছুল (২৮), বাবুল হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম (২৬) ও বদলগাছী উপজেলার সাগরপুর গ্রামের সাদেক আলীর ছেলে সাজেদ হোসেন ওরফে মিঠু (৩২)কে আটক করে।

পরে চালকের স্বীকারোক্তিতে মোটরসাইকেলের তেলের ট্যাঙ্কির ভেতর থেকে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। ধামইরহাট থানার ওসি সিকদার মোঃ মশিউর রহমান জানান, ঈদকে সামনে রেখে মাদক ব্যবসায়ী তৎপর হয়ে ওঠার চেষ্টা করলে পুলিশ তাদের পাকড়াও করে। এ ব্যাপারে ধামইরহাট থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


(বিএম/এস/জুলাই০৩,২০১৬)