বান্দরবান প্রতিনিধি : পার্বত্য বান্দরবানে টানা ২ দিনের ভারী বর্ষণে ও উজানের পাহাড়ী ঢালে ব্যাপক এলাকা প্লাবিত হয়েছে। বন্যার কারনে জেলা শহরের আর্মী পাড়া, মেম্বার পাড়া, শেরে বাংলানগর, কাশেম পাড়া, সুলতানপুর, ওয়াপদাব্রীজ, বনানী “স” মিল, ভরাখালী, মধ্যমপাড়া ও উজানী পাড়ার নদী তীরবর্তী কয়েকশতাধিক বাড়ী ঘর ও ব্যবসা প্রতিষ্ঠান পানির নীচে তলিয়ে গেছে। ঐসব এলাকার বন্যা দুর্গত মানুষ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও নিরাপদ আশ্রয়ে অবস্থান নিয়েছে। এদিকে লামা ও নাইক্ষ্যংছড়ি উপজেলায় বন্যা দেখা দিয়েছে। এ ২ উপজেলায়ও কয়েকশত বাড়ীঘর তলিয়ে গেছে। ফলে পানি বন্ধি হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। তবে নাইক্ষ্যংছড়িতে আজ সকাল থেকে বৃষ্টি না হওয়ায় অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।  অপরদিকে ঈদের পূর্ব মুহূর্তে বাড়ীঘর বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি জানান, বন্যাসহ যে কোন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় পর্যাপ্ত খাদ্যশষ্য মওজুদ রয়েছে। বাড়ী ঘর ঢুবে যাওয়ায় রান্না করার কোন ব্যবস্থা না থাকায় বন্যায় বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রীতদের প্রাথমিক পর্যায়ে খিচুড়ী দেয়া হয়। পরে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে পর্যাপ্ত ত্রাণ সমগ্রী সরবরাহ করা হবে।

(এএফবি/পি/জুলাই ০৫, ২০১৬)