সাতক্ষীরা প্রতিনিধি : এ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রীষ্টান যুগ যুগ ধরে শান্তিডূর্ণ সহাবস্থানের মধ্য দিয়ে বসবাস করে আসছে। প্রত্যেক সম্প্রদায় তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করছে স্বাভাবিকভাবে। সর্বধর্মের সমন্বয়ের এ ঐতিহ্যকে বজায় রাখতে বর্তমান সরকার বদ্ধ পরিকর। অথচ একটি বিশেষ গোষ্টি বাংলাদেশের এ অসাম্প্রদায়িক চেতনাকে নস্যাৎ করতে বেছে বেছে সংখ্যালঘু সম্প্রদায়ের  ধর্মীয় প্রতিষ্ঠানের পুরোহিত, সেবাইতদের হত্যা করছে। এ অবস্থার উত্তরণ ঘটাতে আইন প্রয়োগকারি সংস্থা ও সাধারণ মানুষের সমন্বয় ঘটিয়ে ওইসব মৌলবাদি জঙ্গীদের প্রতিহত করতে হবে।

বুধবার বিকেল ৪টায় সাতক্ষীরা মায়ের বাড়িতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিন এসব কথা বলেন। বিকেল ৫টায় ফিতা কেটে রথযাত্রার শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক অাবুল কাশেম মোঃ মহিউদ্দিন। শোভাযাত্রাটি মায়ের বাড়ি থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়িতে এসে শেণ হয়।


মায়ের বাড়ি রথযাত্রা উদযাপন কমিটির আহবায়ক নিত্যানন্দ অমিন জানান,৭ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত মায়ের বাড়িতে প্রতিদিন মঙ্গলারতি, শ্রীমদ্ভাগবত পাঠ, ভজন কীর্তন, ভোগারতি ও কীর্তন অনুষ্ঠিত হবে। আগামি ১৪ জুলাই উল্টোরথযাত্রা অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে ভোর ৫টায় মঙ্গলারতি, সকাল ৭টায় শ্রীমদ্ভাগবত পাঠ, ১০টায় ভজন কীর্তন, ১২টায় ভোগারতি কীর্তন পরিবেশিত হবে। বিকেল চারটায় রথযাত্রা উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাংসদ মোস্তাক আহম্মেদ রবি। বিকেল চারটায় আলোচনাসভা শেষে উল্টো রথেরে র‌্যালি অনুষ্ঠিত হবে। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়িতে এসে শেষ হবে।
জয়হাপ্রভু সেবক সংঘের পরিচালনায় সমগ্র অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতা করেন জেলা মন্দির সমিতি।

(আরকে/পি/জুলাই ০৬, ২০১৬)