নিউজ ডেস্ক : বলিউড পারফেকশনিস্ট অভিনেতা আমির খান সম্প্রতি ঢাকার গুলশানে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, যারা ধর্মের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়, আসলে তারা কোন ধর্মের অনুসারী নয়।

সারা বিশ্বে জঙ্গি সন্ত্রাসবাদ বৃদ্ধি পাওয়ার প্রশ্নের জবাবে আমির বলেন, ‘যে মানুষেরা সন্ত্রাসী কর্মকাণ্ড ছড়াচ্ছে, তাদের সঙ্গে ধর্মের কোন যোগাযোগ নেই। যারা জঙ্গীবাদে কাজ করছে- তারা যে ধর্মেরই হোক, তারা কিন্তু এটিই বলছে যে এসব তারা শুধু তাদের ধর্মের জন্য করছে। তবে আমি মনে করি, যারা এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তারা ধর্মের সঙ্গে জড়িত না। কারণ তারা যদি সত্যিই ধর্ম অনুসরণ করত, তবে তারা এগুলো করতে পারতো না। কারণ ধর্ম আমাদের ভালোবাসার শিক্ষা দেয়।’

ওদিকে ধর্ম প্রচারক জাকির নায়েক বিতর্কে তাকে নিষিদ্ধ করার প্রশ্নে তিনি কোন মন্তব্য করতে রাজি হন নি। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি এই বিষয়ে কিছু বলতে চাই না। আমি শুধু সেটিই বলেছি, যা আমি বলার দরকার মনে করেছি।’

উল্লেখ্য, আজ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এসমস্ত প্রশ্নের জবাব দেন সুপারস্টার আমির খান। গত ১ জুলাই ঢাকার গুলশানের এক ক্যাফেতে জঙ্গি হামলায় ২০ জনের প্রাণহানি প্রসঙ্গে এসব কথা জানান এই তারকা।

(ওএস/পি/জুলাই ০৭, ২০১৬)