বরিশাল প্রতিনিধি : বরিশালে নকল ওষুধ তৈরি করায় জিসন্স নামের আয়ুর্বেদিক ল্যাবরেটরির মালিককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার দুপুরে নগরীর ফকির বাড়ি রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান এ সাজা প্রদান করেন। এ সময় কারখানায় থাকা ভেজাল ওষুধ তৈরি করার যন্ত্রপাতি জব্দ করা হয়। পরে কারখানাটি সিলগালা করা হয়।

মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার সহকারী পুলিশ কমিশনার ভাস্কর সাহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জিসন্স কারখানায় বিশেষ অভিযান পরিচালানা করা হয়। অভিযানে কারাখানা থেকে বিপুল পরিমাণের ভেজাল ওষুধ তৈরির সরঞ্জামাদি জব্দ করা হয়। এ সময়ে কারখানার মালিক মনিরুল ইসলামকে আটক করে ডিবি পুলিশ।

তিনি আরো বলেন, মনিরুজ্জাম দীর্ঘ দিন ধরে ভেজাল আয়ুর্বেদিক ওষুধ তৈরি করে বরিশালের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল।

(ওএস/এস/জুন ০৮, ২০১৪)