আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে সোমবার তিনটি বোমা হামলার ঘটনায় ১৯ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ১২ জনই পাকিস্তানি নাগরিক। এদিকে মদিনায় মসজিদে নববীর কাছে আত্মঘাতী বোমা হামলাকারীর পরিচয় প্রকাশ করেছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ওই হামলাকারী সৌদি আরবের নাগরিক। তার নাম নায়ের মুসলিম হামাদ। ২৬ বছরের যুবকের বিরুদ্ধে অতীতে মাদক অপরাধে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছিল।

কাতিফ শহরে হামলাকারীদেরও পরিচয় প্রকাশ করা হয়েছে। এরা হলেন, আবদুল রহমান আল ওমর (২৩), ইব্রাহিম আল ওমর (২০) ও আবদুল করিম আল হুসনি (২০)। তারা কেউই সৌদি নাগরিক নয় । তবে তারা কোন দেশের নাগরিক তা জানানো হয়নি। সোমবার বিকেলে মদিনা ও কাতিফে দুটি বোমা হামলা চালানো হয়েছিল। মদিনায় আত্মঘাতী বোমা হামলায় নিহত হয় চার নিরাপত্তা রক্ষী। এর আগে ওই দিন সকালে জেদ্দায় মার্কিন কনস্যুলেটে আত্মঘাতী হামলার চেষ্টা চালিয়েছিল এক ব্যক্তি। পুলিশ ওই ব্যক্তিকে তল্লাশি করতে গেলে সে বোমার বিস্ফোরণ ঘটায়।

এসব ঘটনায় কোনো গোষ্ঠী এখন পর্যন্ত দায় স্বীকার করেনি। তবে সৌদি কর্মকর্তারা জানিয়েছেন, ইসলামিক স্টেট এ হামলার পেছনে থাকতে পারে।

(ওএস/পি/জুলাই ০৮, ২০১৬)