বান্দরবান প্রতিনিধি : দেশে চলামান জঙ্গি হামলা সম্পর্কে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, জাতীয় এই সংকটের সময়ে সাম্প্রদায়িক উগ্রবাদ আমাদের অস্থিত, আমাদের অর্জনকে, আমাদের উন্নয়নের বিরুদ্ধে হুমকি হয়ে দাড়িয়েছে, তাদের বিরুদ্ধে খণ্ড খণ্ড দুর্বল প্রতিবাদ না করে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করা উচিত। শুক্রবার সকাল সাড়ে ১১টায় বান্দরবান কেরানীহাট সড়ক পরিদর্শন শেষে মেঘলা পর্যটন কমপ্লেক্স এর সমানে সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে র্পাব্যত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, জেলা প্রশাসক দীলিপ কুমার বনিক, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানসহ সড়ক বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আরো বলেন, রাস্তার কারণে ঈদে ঘরমুখো মানুষের কোন কষ্ট হয়নি। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা যতটুকু স্বস্তি দায়ক হয়েছে, ফেরার পথে আরো স্বস্তি দায়ক হবে। তিনি আরো বলেন, চট্টগ্রাম-কক্সবাজারটি ইতিমধ্যে ফিজিবিলিটি এবং ডিজাইনিং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেটিভ এজেন্সি করেছে, ফান্ড পেলেই ৪ লাইনের কাজ শুরু করা হবে। পৃথিবীর বহু দেশে সীমান্ত সড়ক আছে, প্রতিবেশী দেশেরও সীমান্ত সড়ক আছে কিন্তু বাংলাদেশে কোন সীমান্ত সড়ক নেই । জাতীয় সর্বভৌমত্বের জন্যও সীমান্ত সড়ক প্রয়োজন। রামগড় থেকে উখিয়া পর্যন্ত ৮শত ৩২ কিলোমিটার দীর্ঘ সড়কটি নির্মাণে ৫ হাজার ৪শত কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। অনুমোদন পেলেই আগামী বছর থেকে এই সীমান্ত সড়কটির নির্মাণ করা শুরু করা হবে বলে মন্ত্রী সাংবাদিকদের অবহিত করেন। সামান্য বৃষ্টিতে বান্দরবান-কেরানীহাট সড়ক তলিয়ে যাওয়ায় সারাদেশের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ১৮৫ কোটি টাকা ব্যয়ে এই সড়কের ৩টি স্পর্টে মোট ১৪’শত মিটার রাস্তা উচু করা হবে। এই বছরের শেষ ভাগ থেকেই এই সড়কটির নির্মাণ করা শুরু করা হবে।

(এএফবি/পি/জুলাই ০৮, ২০১৬)