নওগাঁ প্রতিনিধি : ঈদের দিন গভীর রাতে নওগাঁর মহাদেবপুরে চোলাই মদ খেয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৯টায় নওগাঁর মহাদেবপুর থানার পুলিশ উপজেলার এনায়েতপুর ইউনিয়নের পাটকাটি গ্রামের রাস্তা থেকে মোজাফ্ফর হোসেন মনু (৪০) নামে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে লাশ ময়না তদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, ঈদ আনন্দ উপভোগ করতে মোজাফ্ফর ঈদের দিন সকাল থেকে দফায় দফায় চোলাই মদ খায়। আকুণ্ঠ চোলাই মদ পান করায় সে অসুস্থ হয়ে পড়ে। গভীর রাতে বাড়ির অদূরে রাস্তার পাশে তার মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। মৃত মোজাফ্ফর হোসেন পাটকাটি গ্রামের মৃত মফিজ উদ্দিনের পুত্র।

(বিএম/পি/জুলাই ০৮, ২০১৬)