আন্তর্জাতিক ডেস্ক : গুপ্তচরবৃত্তির অভিযোগ এনে চার সিরীয় ফুটবলারের শিরশ্ছেদ করলো জঙ্গীগোষ্ঠী আইএস। সিরিয়ার জনপ্রিয় ফুটবল ক্লাব আল শাবাবের খেলোয়াড় তারা। সিরিয়ার রাক্কা শহরে জনসম্মুখে ওই চার ফুটবলারকে জবাই করে জঙ্গীরা। এ সময় অনেক শিশুও সেখানে উপস্থিত ছিল। তাদের চোখের সামনেই হত্যা করা হয় ফুটবলারদের। এভাবে চোখের সামনে মানুষের শিরশ্ছেদের দৃশ্য দেখে শিশুরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে।

ফুটবলাররা কুর্দি বিদ্রোহি গ্রুপ ওয়াইপিজি’র জঙ্গী হিসেবে কাজ করছিল বলে দাবি করেছে আইএস। শিরশ্ছেদ করার পর টুইটারে এক টুইট বার্তায় মৃত ব্যক্তিদের নাম ও ছবি প্রকাশ করে আইএস। ছবিতে সেই শিশুদের ভয়ার্ত চেহারা ফুটে ওঠে।

নিহত ফুটবলাররা হচ্ছেন ওসামা আবু কুয়েত, ইহসান আল শোয়াইখ, নেহাদ আল হুসেন ও আহমেদ আহাওয়াখ এমনটাই জানিয়েছে আইএস।

দুবছর আগে থেকেই রাক্কা শহর দখলে নেওয়ার পর সেখানে ফুটবলসহ সব ধরনের খেলা নিষিদ্ধ করে আইএস। গতবছর এশিয়ান টুর্নামেন্টে ইরাক ও জর্ডানের মধ্যকার ফুটবল ম্যাচ দেখার অভিযোগে ১৩ শিশুকে জবাই করে খুন করে আইএস জঙ্গিরা।

(ওএস/পি/জুলাই ০৯, ২০১৬)