বাগেরহাট প্রতিনিধি : সুন্দরবনের কর্তন নিষিদ্ধ প্রায় চারশ ঘনফুট সুন্দরী গাছসহ একটি ট্রলার আটক করেছে বন বিভাগের ষ্মার্ট পেট্রোলিং দলের সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালীর শুকপাড়া খাল থেকে ষ্মার্ট পেট্রোলিং দলটি ওই গাছসহ ট্রলারটি আটক করে। তবে তারা এসময়ে কোন পাচারকারীকে আটক করতে পারনি। আটক করা এসব সুন্দরী গাছ শরণখোলা রেঞ্জ অফিসে রাখা হয়েছে।

শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষণ (এসিএফ) কামাল উদ্দিন আহমেদ বলেন, একদল পাচারকারী সুন্দরবনের কর্তন নিষিদ্ধ সুন্দরী গাছ কেটে ট্রলারে করে নিয়ে যাচ্ছে এই গোপণ সংবাদের ভিত্তিতে সুন্দরবন রক্ষায় গঠিত ষ্মার্ট পেট্রোলিং দল সেখানে অভিযান চারায়। এসময়ে পাচারকারীরা ষ্মার্ট পেট্রোলিং দলের সদস্যদের উপস্থিতি টের পেয়ে ট্রলার ও গাছ ফেলে পালিয়ে যায়। আটক করা গাছ ও ট্রলার শরণখোলা রেঞ্জ অফিসে রাখা হয়েছে। সুন্দরী গাছের আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকা।

(এসএকে/পি/জুলাই ০৯, ২০১৬)