বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে দেশের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে বুধবার বিকেল বাগেরহাট সদরের লাউপালায় অনুষ্ঠিত হয়েছে। যাত্রাপুরের লাউপালা গোপাল জিউর মন্দিরে প্রায় তিনশ বছরের পুরানো ঐতিহ্যবাহী শ্রীশ্রী জগন্নাথ দেবের রথটানে পূর্ণলাভের আশায় এবারও অংশ নেন হাজার হাজার সনাতন ধর্মাবলম্বীরা।

দেশের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা আনুষ্ঠানের উদ্ধোধন করেন. মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মীর শওকাত আলী বাদশা এমপি। অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম, পুলিশ সুপার মো. নিজামুল হক মোল্যা, অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি শিবপ্রসাদ ঘোষ,সাংবাদিক বাবুল সরদার, বাগেরহাট রথযাত্রা উদযাপন পরিষদের সভাপতি অমিত রায় বকাতব্য রাখেন।


রথযাত্রা উপলক্ষে পূজা অর্চনা, গীতা পাঠ, ধর্মীয় আলোচনা রামায়ণ, কীর্তন গানসহ নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। পূজা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এছাড়া রথযাত্রা উপলক্ষে বসেছে মাসব্যাপী মেলা। এছাড়া একই সময়ে বাগেরহাট শহরের রাধেশ্যাম, গোবিন্দ মন্দিরেও সনাতন ধর্মাবলম্বীরা জগন্নাথ দেবের রথটান অনুষ্ঠিত হয়।

(এসএকে/পি/জুলাই ০৯, ২০১৬)