হালুয়াঘাট(ময়মনসিংহ) প্রতিনিধি : হালুয়াঘাটে ২০১৬ সনের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি ছাত্র/ছাত্রীদের সম্মানে ৯ জুলাই হালুয়াঘাট সাধারণ পাঠাগার হলরুমে হালুয়াঘাট অনার্স স্টুডেন্টস্ ফোরাম এর আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার ৬৩ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন উক্ত অনুষ্ঠানটির প্রধান অতিথি হেলালুজ্জামান সরকার, উপজেলা নির্বাহী অফিসার, হালুয়াঘাট। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন অধ্যাপক এনায়েত উল্লাহ (কালাম স্যার), সাবেক অধ্যাপক, হালুয়াঘাট শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ, মোঃ আব্দুল ওয়াহাব, প্রধান শিক্ষক হালুয়াঘাট আদর্শ উচ্চ বিদ্যালয় মোঃ আবু ছালেক ইব্রাহিম, প্রধান শিক্ষক, কে.কে. উচ্চ বিদ্যালয়, মোঃ রেজাউল করিম, সভাপতি, হালুয়াঘাট সাধারণ পাঠাগার। সভাপতিত্ব করেন মোঃ তৌফিকুল ইসলাম আকন্দ, সভাপতি, অনার্স স্টুডেন্টস্ ফোরাম হালুয়াঘাট। অনুষ্ঠানটির পরিচালনা করেন তরিকুল ইসলাম পাকুল উপদেষ্টা, অনার্স স্টুডেন্টস্ ফোরাম। সার্বিক সহযোগিতায় ছিলেন আমেরিকা প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ইলিয়াছ খান। এ সময় অনার্স স্টুডেন্টস্ ফোরাম-এর উপদেষ্টা দিদার মন্ডল ও শফিকুল ইসলাম অনুষ্ঠানের প্রধান অতিথি হেলালুজ্জামান সরকার কে ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে প্রতিষ্ঠানটির পক্ষে বরণ করে নেয়। এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির বিগত সময়ের সাবেক কার্যকরী কমিটির সভাপতি, সম্পাদক সহ সকল সদস্যবৃন্দ। উপস্থিত ব্যক্তিবর্গের বক্তব্যে ২০০৯ সালে প্রতিষ্ঠিতব্য প্রতিষ্ঠানটির ধারাবাহিক সামাজিক উন্নয়ন পাশাপাশি শিক্ষার্থীদের ভবিষ্যৎ উন্নয়নে উৎসাহ প্রদান পূর্বক মহতী অনুষ্ঠানের আয়োজন করায় ধন্যবাদ জানানো হয়। চলমান ধারা অব্যহত রাখার জন্যে উপস্থিত সবাইকে আহবান জানানো হয়। উপজেলার কৃতি শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ ছিলেন।

(জেসিজি/পি/জুলাই ০৯, ২০১৬)