স্পোর্টস ডেস্ক : স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ রয়েছেন মোহাম্মদ আশরাফুল। নিষেধাজ্ঞা সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ক্রিকেট খেলেছেন আশরাফুল।

যুক্তরাষ্ট্র ক্রিকেট এসোসিয়েসনের আয়োজনে টি-টোয়েন্টি টুর্নামেন্টে পেগাসাসের হয়ে খেলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। তবে জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞা থাকলেও যুক্তরাষ্ট্রের স্থানীয় টুর্নামেন্ট খেলায় তার কোনো সমস্যা নেই বলেই জানিয়েছে যুক্তরাষ্ট্রের ক্রিকেট এসোসিয়েসন।

রোববার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর চূড়ান্ত রায় ঘোষণা করেছে বিসিবির বিশেষ ট্রাইবুন্যাল। এ সময় দেশে ছিলেন আশরাফুল।

জানা গেছে, রায়ের কপি আশরাফুলের আইনজীবীর কাছে পাঠানো হয়েছে। টুর্নামেন্ট শেষ হলেও দেশে ফেরা হয়নি আশরাফুলের। ২১ জুন দেশে ফিরবেন তিনি। পারিবারিক সূত্র থেকে এমনটিই জানা গেছে।

(ওএস/এস/জুন ০৮, ২০১৪)