গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামে রবিবার (১০ জুলাই) বাল্য বিয়ে ঠেকাতে সহকারী কমিশনার ও ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল জাকীরের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

এ সময় আদালত সমীপে বিয়ের প্রাপ্ত বয়সের প্রমাণাদি উপস্থাপনে ব্যর্থ হওয়ায় কনের বাবা মোঃ জালাল উদ্দিনকে এক হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করে আদালত। কনে মোছাঃ শারমীন আক্তার ইসলামাবাদ সিনিয়র মাদরাসার ২০১৪সালে জেডিসি পাস করে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমীন শাহজাদী, থানার সাব-ইন্সপেক্টর মোঃ মিজানুর রহমানসহ ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি ঠের পেয়ে বর পুর্বধলা উপজেলা জামতলা গ্রামের রতন মিয়া পোশাক পাল্টে পালিয়ে যায়। মুহূর্তের মাঝেই বিয়ে বাড়িতে বর-কনে পক্ষের লোকজন আমন্ত্রিত অতিথিরাও সটকে পড়েন। এ সময় প্রকাশ্যে ধূমপান করার অভিযোগে বিয়ে বাড়িতেই বরযাত্রী পুর্বধলা উপজেলার চৌচুউড়া গ্রামের পচন আলীর পুত্র মোঃ বিল্লাল হোসেনকে ২শ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল জাকীর। কনে পক্ষ ও এলাকাবাসীও বিয়ের উপযুক্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না বলে মুচলেকা প্রদান করেন।

(এসইএম/পি/জুলাই ১০, ২০১৬)