সাতক্ষীরা প্রতিনিধি : পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ি গুলিবিদ্ধ হয়েছেন। রবিবার দিবাগত রাত পৌনে একটার দিকে সাতক্ষীরা শহরের রসুলপুর হাজিরড়ের আব্দুল গফুরের আম বাগানে এ ঘটনা ঘটে। এ সময় তার কাছ থেকে ১৪৫ পিস ইয়াবা ও দু’ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধ মাতক ব্যবসায়ির নাম জাহাঙ্গীর আলম (২০)। তিনি সাতক্ষীরা শহরের মধু মোল্লারডাঙির মফিজুল সরদারের ছেলে। জেলা পুলিশের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা উপ পরিদর্শক ( এসআই) কামাল হোসেন খান জানান, রবিবার দিবাগত রাত পৌনে একটার দিকে সাতক্ষীরার সদর থানার উপপরিদর্শক রাকিব হাসান ও সহকারি উপপরিদর্শক পাইক দেলোয়ার পলাশপোল এলাকায় টহলে ছিলেন। গোপন খবরের ভিত্তিতে রাত সোয়া একটার দিকে তারা রসুলপুরের হাজিরবেড়ের আব্দুল গফুরের আমবাগানে গোপনে মাদক বেচাকেনা হচ্ছে মর্মে খবর পেয়ে সেখানে পৌঁছান।

তিনি জানান পুলিশের টহল দলটি সেখানে পৌঁছাতেই তাদের উপর সন্ত্রাসীরা বোমা হামলা চালায়। এ সময় পুলিশ পাল্টা গুলি ছুঁড়লে এক ব্যক্তি আহত হন। অন্যরা দ্রুত পালিয়ে যায়। এ সময় তার কাছ থেকে ১৪৫ পিস ইয়াবা ও দু'বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। তাকে উদ্ধার করে পুলিশ পাহারায় সদর হাসপাতালে ভর্তি করাতে গেলে জরুরী বিভাগে গেলে তার নাম জাহাঙ্গীর বলে জানা যায়। তিনি দীর্ঘদিন ধরে ভারত থেকে চোরা পথে বাংলাদেশে মাদক পাচার করে আসছিলেন।

এ ঘটনায় পুলিশ বাদি হয়ে বিশেষ ক্ষমতা আইনে ও বিষ্ফোরক দ্রব্য আইনে মামলার প্রস্তুতি নিচ্ছে। সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ মাহাবুবর রহমান জানান, ডান পায়ের হাঁটুর নীচে গুলিবিদ্ধ জাহাঙ্গীরকে রবিবার দিাবগত রাত একটা ৫৫ মিনিটে ভর্তি করা হয়। তার উন্নত চিকিৎসার জন্য খুলনা ২৫০ শয্যা বা ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তির পরামর্শ দেওয়া হয়েছে।

(আরকে/পি/জুলাই ১১, ২০১৬)