আবু নাসের হুসাইন:পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে ফরিদপুরের সালথা উপজেলার ৮ টি ইউনিয়নের নব-নির্বাচিত সাধারণ সদস্য ও সংরক্ষিত আসনের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে শপথ বাক্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল আজিজ।

জানা যায়, ২৮ মে ২০১৬ইং- ৫ম ধাপের ইউপি নির্বাচনে উপজেলার ৮ টি ইউনিয়নে ৭১ জন সাধারণ সদস্য ও ২৪ জন সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হন। সরকারি গেজেট অনুযায়ী নির্বাচিত সাধারণ সদস্য ও সংরক্ষিত আসনের মহিলা সদস্যদের মঙ্গলবার শপথ গ্রহনের আয়োজন করা হয়।

শপথ পাঠ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান, ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বার, সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) ডী.এম বেলায়েত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভাওয়াল ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ফারুক-উজ্জামান ফকির মিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ মোরশেদা খানম, উপজেলা যুবলীগের সভাপতি ও সোনাপুর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু, গট্টি ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, বল্লভদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী।







(এএনএইচ/এস/জুলাই১২,২০১৬)