নওগাঁ প্রতিনিধি : শুক্রবার নওগাঁর নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল ৮ম শ্রেণির ছাত্রী সাফিয়া আক্তার সামিনা।

এদিন নিয়ামতপুর উপজেলার পাড়ইল ইউনিয়নের চকপাহাড় গ্রামের আব্দুস সামাদের মেয়ে সাদাপুর খড়িবাড়ী বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী সাফিয়া আক্তার সামিনার বিয়ের আয়োজন চলছিল।

উপজেলা নির্বাহী অফিসার সংবাদ পেয়ে তাৎক্ষনিকভাবে সাদাপুর খড়িবাড়ী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বাহাদুরপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আবুল কালাম আজাদ এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে মোবাইল ফোনের মাধ্যমে ব্যবস্থা গ্রহন করার নির্দেশ দিলে তাঁরা সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করায় বরযাত্রীর বাস ও মাইক্রোবাস খড়িবাড়ী বাজারে উপস্থিত হলেও শেষ পর্যন্ত ফেরত চলে যায়।

কনে পক্ষ বিয়ে বন্ধ করে দেয় এবং প্রাপ্তবয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেয়ার অঙ্গীকার করেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান বলেন, যে কোন মূল্যে বাল্যবিয়ে রোধ করতে হবে।

(বিএম/এএস/জুলাই ১৫, ২০১৬)