নওগাঁ প্রতিনিধি : অবৈধভাবে পরিচালিত নওগাঁর রানীনগর ও পত্নীতলা উপজেলার ৬টি ক্লিনিক বন্ধ করে দিয়েছেন নওগাঁর সিভিল সার্জন ডা. একেএম মোজাহার হোসেন বুলবুল। বুধবার সন্ধ্যায় রানীনগরের রেবেকা ডায়াগনষ্টিক সেন্টার ও রানীনগর ক্লিনিক এ্যান্ড ডায়াগনষ্টিক সেন্টার বন্ধ করে দেন। এর আগে জেলার পত্নীতলা উপজেলার পপুলার ডায়াগনষ্টিক সেন্টার, মাইক্রো-ল্যাব ডায়াগনষ্টিক সেন্টার, মায়া ডায়াগনষ্টিক সেন্টার ও সাজ ডায়াগনষ্টিক সেন্টার বন্ধ করে দেন তিনি।

সিভিল সার্জনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পত্নীতলাসহ জেলার সচেতন মানুষ। তারা দাবি করেছেন, পত্নীতলাসহ জেলার অন্যান্য স্থানেও এভাবে গড়ে উঠেছে ব্যাঙের ছাতার মত অবৈধ ক্লিনিক। চিকিৎসার নামে ওইসব ক্লিনিকে অকালেই প্রান হারাচ্ছে মা ও শিশুসহ অনেকেই। অনেকেই এসএসসি পাশ না করেই শুধু ডাক্তার নয়, একেবারে সার্জন সেজে রোগীর অপারেশন করতে গিয়ে দুর্ঘটনা ঘটিয়ে থাকে।

সিভিল সার্জন জানান, উল্লেখিত ৬ ক্লিনিকে কোন ডাক্তার নেই, ডিপ্লোমা নার্স নেই, লাইসেন্স নেই, প্যাথলজিক্যাল রিপোর্ট প্রদানকারী চিকিৎসক নেই, কারো লাইসেন্স থাকলেও ৩/৪ বছর থেকে রেন্যু করা নেই। নেই কোন বর্জ্য ব্যবস্থাপনা। ওয়ার্ড বয়, আয়া, এমনকি নন-মেডিক্যাল পার্সন মালিকরা নিজেরাই ডাক্তার সেজে রোগীদের চিকিৎসা সেবার নামে প্রতারনা করে থাকে। এমনকি অপারেশনের মত ঝুঁকিও নিয়ে থাকে তারা। সেকারনেই ওইসব ক্লিনিক বন্ধ করে দেয়া হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য অবৈধ ক্লিনিকও বন্ধ করা হবে বলে জানান তিনি।

(বিএম/এএস/জুলাই ১৫, ২০১৬)