নিউজ ডেস্ক : গত ১০ জুলাই, রবিবার প্রবাস জীবনের নিঃসঙ্গ নিরানন্দ জীবনকে আনন্দময় প্রাণচাঞ্চল্য করে তোলার জন্য সংগঠনের সভাপতি এমএল গাজী ও সাইদ রহমান সাহেবের নেতৃত্বে বরিশাল বিভাগবাসীর সকল সদস্যগণ একটি দিনের জন্য হলেও বনভোজন ও ঈদ পূর্নমিলনের হৃদয় ছোঁয়ার উৎসবমূখর পরিবেশে নিজেদের প্রকৃতির সবুজের মাঝে বিলিন করেছিল।খবর বাপসনিঊজ।

এই বনভোজন সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাবার জন্য নীতি নির্ধারক ডাঃ আব্দুস সবুর, ইঞ্জিনিয়ার মোঃ মহসীন, স্বপন মোঃ সর্দার, সিনিয়র সহ-সভাপতি সালাম আকন্দ, সাংগঠনিক সম্পাদক আবু জাফর ফরাজী, যুগ্ম সম্পাদক নীরু এস নীরা, বশির উদ্দীন, মাসুম বিল্লাহ প্রমুখ এদের সকলের আন্তরিক সহযোগীতায় প্রাণ চাঞ্চল্যতায় আরো বেশী উজ্জ্বীবিত হয়েছিল।

সাধারণ সম্পাদক শাহ আলমের সুন্দর উপস্থাপনার মাঝে বরিশাল বিভাগবাসীর বনভোজন ২০১৬ সুন্দর ও সুষ্ঠুভাবে উদযাপন হয়েছিল রং আইল্যান্ডের বেথপেচ স্টেট পার্কে।

বনভোজন অনুষ্ঠান মালায় ছিল বিভিন্ন বয়সী ছেলে./মেয়ে/ মহিলা/পুরুষদের বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগীতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সহ আকর্ষনীয় রে‌্যাফেল ড্র। বাংলাদেশীদের উপস্থিতিতে বেথপেজ পার্কের ঈগল প্যাভেলিয়ন হয়ে উঠেছিল সত্যিকারের পিকনিক এবং ঈদ পূর্নমিলনীর মিলন মেলায়।

সবশেষে একজনে উপস্থিতি পরিবেশকে অনেক বেশী মুখরিত করে রেখেছিল তিনি হলেন প্রধান অতিথি মনিরুল ইসলাম মনি।

(এইচআই/এএস/জুলাই ১৬, ২০১৬)