আন্তর্জাতিক ডেস্ক :তুরস্কের সেনাবাহিনীর একটি ক্ষুদ্র অংশের ব্যর্থ অভ্যুত্থানের ঘটনায় নিহতদের মধ্যে একজন সাংবাদিকও নিহত হয়েছেন। অভ্যুত্থানের ঘটনায় এ পর্যন্ত ২৬৫ জন নিহত হবার খবর পাওয়া গেছে। নিহত ওই সাংবাদিকের নাম মোস্তফা ক্যামবাস। তিনি  তুরস্কের ইনি সাফাক নামে একটি দৈনিক পত্রিকার ফটোগ্রাফার ছিলেন।

অভ্যুত্থানকারী সেনারা তাকে গুলি করে হত্যা করেছে বলে দাবি করেছে সংশ্লিষ্ট পত্রিকা কর্তৃপক্ষ। তার নিহত হবার খবরটি নিশ্চিত করে পত্রিকাটির প্রধান সম্পাদক ইব্রাহিম গুল ১৬ জুলাই এক টুইটবার্তায় বলেন-এখানে আমাদের শহীদের শেষবার্তা যা তিনি সর্বশেষ টুউট করে বলেছিলেন, আমরা আমাদের কমান্ডার এরদোগানের ইচ্ছায় ও নির্দেশে রাস্তায় নেমেছি।






(ওএস/এস/জুলাই ১৭,২০১৬)