শেখ আহ্সানুল করিম,  বাগেরহাট :একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল আদালতের গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত ৪  রাজাকারকে সন্ধ্যায় গ্রেপ্তার করেছে বাগেরহাট পুলিশ। শনিবার দুপুরে বিচারপতি এনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বাগেরহাটের ১২ জন যুদ্ধাপরাধীর বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারী করেন। আদালতের গ্রেপ্তারী পরোয়ানা পেয়ে সন্ধ্যায় বাগেরহাট ও খুলনার পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১২ জনের মধ্যে চারজনকে গ্রেপ্তার করে। অন্য আসামীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। গ্রেপ্তারকৃত ৮ রাজাকারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালে পাঠানো হবে।

বাগেরহাটে পুলিশের অভিযানে আটককৃত ৪ রাজাকাররা হলো, বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার তেলিগাঁতি গ্রামের প্রয়াত মোক্তার আলী খানের ছেলে খান আকরাম হোসেন (৬০), একই উপজেলার চাপড়ি গ্রামের প্রয়াত শেখ মোসলেম উদ্দিনের ছেলে শেখ মোহম্মদ উকিল উদ্দিন (৮২), কচুয়া উপজেলার যশোরদি গ্রামের প্রয়াত গফুর আলী মোল্লার ছেলে ইদ্রিস আলী মোল্লা (৬৪) এবং একই উপজেলার উদনখালি গ্রামের প্রয়াত সফদার মোল্লার ছেলে মো. মকবুল মোল্লা (৭৯)।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ^াস বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের গ্রেপ্তারী পরোয়ানা খবর পেয়ে পুলিশ সন্ধ্যায় অভিযান চালিয়ে যুদ্ধাপরাধী বাগেরহাট শহরের পুরাতন বাজার এলাকা থেকে খান আকরাম হোসেন এবং মোরেলগঞ্জ উপজেলার তেলিগাঁতি গ্রামের উকিল উদ্দিন, কচুয়া উপজেলার যশোরদি গ্রামের ইদ্রিস আলী মোল্লা ও উদনখালি গ্রামের মো. মকবুল মোল্লাকে গ্রেপ্তার করেছে।

আসামীদের বিরুদ্ধে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় কুখ্যাত রাজাকার হিসেবে (মে থেকে ডিসেম্বর পর্যন্ত) বাগেরহাটের কচুয়া ও মোরেলগঞ্জ উপজেলায় গণহত্যা, নারী ধর্ষণ, লুটপাট ও অগ্নিসংযোগের সাতটি অভিযোগ আনা হয়েছে। বর্তমান সরকারের সময়ে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল বাগেরহাটের যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে তদন্ত শুরু করে। তদন্তে এসব আসামীর বিরুদ্ধে ওই সময়ে সংগঠিত অপরাধের সত্যতা পায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল। শনিবার এদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালে আবেদন করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল শুনানী শেষে এ আসামীদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করার পরপরই এই ৪ রাজাকারকে পুলিশ গ্রেপ্তার করে।

(এসএকে/এস/জুলাই ১৭,২০১৬)