বাগেরহাট প্রতিনিধি : সেবার জন্য প্রশাসন, দুর্নীতিকে না বলুন স্লোগানকে সামনে রেখে বাগেরহাটে দুর্নীতি বিরোধী গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলার শরণখোলা উপজেলা পরিষদ মিলনায়তনে দুদক ও টিআইবি’র যৌথ আয়োজনে গণশুনানী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. নাসির উদ্দিন আহমেদ বলেন, সরকারী সেবা পাওয়া জনগনের সাংবিধানিক অধিকার। যার কারণে সকল নাগরিককে তার অধিকার। নিশ্চিত করতে হবে।

এ ক্ষেত্রে কোন দুর্নীতি বাজকে ছাড় দেওয়া হবে না। অনুষ্ঠানে অন্যার মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন, দুর্নীতি দমন কমিশনের পরিচালক মো. মনিরুজ্জামান, সহকারী পরিচালক মো. মহিন উদ্দিন, সনাক বাগেরহাটের সভাপতি এ্যাডভোকেট রামকৃষ্ণ বসু, উপজেলা চেয়ারম্যান মো. কামাল উদ্দিন আকন।

বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. আজমুল হকের সঞ্চলনায় শরনখোলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, সাব-রেজিষ্ট্রি, ভুমি অফিস, পল্লী বিদ্যুৎ, সমাজসেবা, সমবায় ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসের সরকারি কর্মকর্তারা দুর্নীতি সম্পর্কে গনশুনানীতে সরাসরি অভিযোগকারী জনগণের মুখোমুখি হন। উত্তর দেন তাদের প্রশ্নের। এর আগে উপজেলা চত্বরে তথ্যমেলার উদ্বোধন করা হয়। মেলায় বিভিন্ন দপ্তরের ২০টি স্টল অংশ নেয়।

(একে/এএস/জুলাই ১৮, ২০১৬)