ঠাকুরগাঁও প্রতিনিধি : দেশের সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টিত হোন্ডা মটরসাইকেল মাহিন্দ্রা টু হুইলার দিয়ে বর্ণাঢ্য আয়োজনে ঠাকুরগাঁওয়ে যাত্রা শুরু করলো সামান্তা এন্টার প্রাইজ।

সোমবার দুপুর ১২টায় শহরের বলাকা সিনেমাহলের অপজিটে নিজস্ব শো-রুমে ফিতা কেটে শো-রুমের উদ্বোধন করা হয়।

সামান্তা এন্টার প্রাইজের স্বত্তাধিকারী অ্যাডঃ ফজলুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা পরিষদ প্রশাসক ও সা: সম্পাদক জেলা আওয়ামীলীগ মুহাম্মদ সাদেক কোরাইশী ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অমিত ভট্টাচার্য্য, অপারেটিভ ডাইরেক্টর,আফতাব অটো মোবাইলস্ লিঃ।এছাড়াও কোম্পানীর উত্তর বঙ্গের রিজওনাল হেড মাহমুদ,হেড অফ মার্কেটিং জাকারিয়া,এরিয়া ম্যানেজার(রংপুর) ফেরদৌস,এরিয়া ম্যানেজার (সার্ভিস) দিদার আলম,বিশিষ্ট ব্যবসায়ী মহসিন আলী,অ্যাডঃ নাসির সহ জেলার বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক ও সুধী মহল উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত আলোচনায় কোম্পানীর অপারেটিভ ডাইরেক্টর অমিত ভট্টাচার্য্য জানান, আমাদের এ মোটরবাইকটি দেশের মধ্যে সবচেয়ে নিরাপত্তা বেষ্টিত যান।এতে চুরি হওয়ার কোন সম্ভাবনাই নেই। কেননা এই গাড়ীতে এমন একটি চিপ বসানো আছে যেটা গাড়ীর অরজিনাল চাবি ছাড়া খোলা একেবারেই অসম্ভব।তেল সাশ্রয়ী এবং সকলের ক্রয় ক্ষমতার মধ্যে।

(এফআই/এএস/জুলাই ১৯, ২০১৬)