আন্তর্জাতিক ডেস্ক :জাপানের টোকিওতে বুধবার নতুন করে ভূমিকম্প হয়েছে। এই নিয়ে গত চারদিনে দেশটিতে তৃতীয়বারের মতো ভূমিকম্প হল। তবে এতে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)জানিয়েছে, স্থানীয় সময় সকাল সাতটা ২৫ মিনিটে জাপানের পূর্বাঞ্চলীয় এলাকা ও টোকিওতে এই ভূমিকম্প হয়েছে।

সাম্প্রতিক দিনগুলোতে এটাই তৃতীয় ভূমিকম্পের ঘটনা। এতে রাজধানীর ভবনগুলো কেঁপে ওঠে। এর আগে মঙ্গলবার ৪.৮ মাত্রার এবং রবিবার ৫ মাত্রার দুইটি ভূমিকম্প হয়।

তবে জাপানের আবহাওয়া সংস্থার কর্মকর্তা নারিয়াকি ওহকাওয়ারা বলেন, তাদের কাছে বড় ভূমিকম্পের ব্যাপারে কোন পূর্বাভাস ছিল না। এই এলাকায় প্রায়ই মাঝারি মাত্রার ভূমিকম্প হয়।

ইউএসজিএস জানিয়েছে, বুধবারের ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল রাজধানী থেকে পূর্বাঞ্চলে ইবারাকি এলাকার ৪৪ কিলোমিটার গভীরে।

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, এই ঘটনায় কোন সুনামির আশঙ্কা নেই।


(ওএস/এস/জুলাই ২০,২০১৬)