নওগাঁ প্রতিনিধি : ‘জল আছে যেখানে, মাছ চাষ সেখানে’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বুধবার নওগাঁর রাণীনগর ও ধামইরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।

বুধবার সকালে রানীনগর উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। পরে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া বিনতে তাবিবের সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অপরদিকে ধামইরহাটে মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এদিন সকাল ১০ টায় পরিষদ চত্ত্বর থেকে র‌্যালী বের করা হয়। র‌্যালীন্তে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো.মঈন উদ্দিন।

পরে প্রধান অতিথি উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করণের মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করেন।


(বিএম/এস/জুলাই ২০,২০১৬)