বাকৃবি প্রতিনিধি :বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে অর্থপাচার মামলায় হাইকোর্টের রায়ে সাত বছর জেল ও ২০ কোটি টাকা জরিমানা করায় শুক্রবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) বিজয় মিছিল করেছে ছাত্রলীগ।

বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযুদ্ধ স্বৃতিস্তম্ভ বিজয়’৭১ এসে শেষ হয়। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা পলাতক তারেক রহমানকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জোর দাবি জানিয়ে স্লোগান দেয়। মিছিলে ছাত্রলীগের আসন্ন কমিটির পদপ্রত্যাশী নেতারা সহ প্রায় দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


(এসএস/এস/জুলাই ২২,২০১৬)