গোপালগঞ্জ প্রতিনিধি :গোপালগঞ্জে পাঁচ দিনব্যাপী বৃক্ষ রোপন অভিযান এবং বনজ ও ফলদ বৃক্ষ মেলা শুরু হয়েছে। জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বন বিভাগ যৌথভাবে এ মেলার আয়োজন করেছে।

আজ শনিবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষণ করে জেলা শিল্পকলা একাডেমী চত্ত্বরে গিয়ে শেষ হয়।

পরে সেখানে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান।

এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সমীর কুমার গোস্বামী, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু তারেক, সহকারী বন সংরক্ষক মোঃ কবির হোসেন পাটোয়ারী , কৃষিবিদ হরলাল মধু, কৃষিবিদ মোয়াজ্জেম হোসেন, ব্যবসায়ী নেতা শেখ দাউদ আলি প্রমুখ।
এ মেলায় ২০টি ষ্টলে বনজ ও ফলদ বৃক্ষের চারা প্রদর্শন ও বিক্রয় করা হচ্ছে। এ মেলা আগামী বুধবার পর্যন্ত চলবে।



(পিএম/এস/জুলাই ২৩,২০১৬)