মাগুরা প্রতিনিধি :মাগুরায় ইসলামের নামে জঙ্গী ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে আজ রবিবার (২৪ জুলাই) দুপুরে শহরে মানববন্ধন করেছে মাদ্রাসা সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার ছাত্রশিক্ষকবৃন্দ।

দুপুরে শহরের ভায়নার মোড় থেকে ডিসি অফিস গেট পর্যন্ত মানববন্ধন করে বিদ্যালয়ের ছাত্র-শিক্ষক ও সুধীবৃন্দ।

পরে সেখানে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মওলানা মুফতি এবিএম মাহফুজুর রহমান, প্রতিষ্ঠানের সভাপতি কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন, জেলা পরিষদ প্রশাসক এ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম, মাগুরার সিনিয়র সহকারি পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পংকজ কুন্ডু, জেলা শিক্ষা অফিসার ফজলে আলম, জেলা কৃষক লীগ সভাপতি মিরুল ইসলামসহ অন্যরা।

সভা থেকে ইসলামের নামে জঙ্গীবাদকে হারাম হিসেবে ঘোষণা দেয়া হয়। নিরীহ মানুষের উপর হামলাকারি জঙ্গীবাদের বিরুদ্ধে ঘরে ঘরে জনমত গড়ে তুলতে সকলকে আহবান জানান হয়।








(ডিসি/এস/জুলাই ২৪,২০১৬)