সাতক্ষীরা প্রতিনিধি: কলারোয়ায় যাত্রীবাহি বাস নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে এক গার্মেন্ট কর্মী নিহত ও ১০ জন আহত হয়েছে। গতকাল রবিাবার দুপুর ১২ টার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের চারাবটতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতের নাম আফরোজা খাতুন (২৯)। সে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দাতিনাখালি গ্রামের আবুল কালাম গাজীর স্বামী পরিত্যক্ত মেয়ে।

আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় ১০ জনকে যশোরের শার্শা উপজেলার বাগঁআচড়া ও উপজেলার কাজীরহাট বাজারের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে আহত হেলপার আব্দুর আলিম জানান, গতকাল সকালে যশোর থেকে যাত্রী নিয়ে বাস (নং-সাতক্ষীরা-জ-১১-০১১৮) টি সাতক্ষীরা যাওয়ার সময় চালক অন্য একটি যাত্রীবাহি বাসকে সাইড দেয়ার চেষ্টা করে। বৃষ্টির মধ্যে চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেললে রাস্তার পাশে একটি মেহগনি গাছের সাথে সজোরে ধাক্কা লাগে। এ সময় অজ্ঞাতনামা এক মহিলা (৩৫) যাত্রী ঘটনাস্থলে মারা যায়। এতে আহত তিনিসহ আতত হয় ১০ যাত্রী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। বাসটি জব্দ করা হয়েছে। চালক পালিয়েছে। পেশায় তিনি গার্মেন্টে শ্রমিক।





(আরএনকে/এস/জুলাই ২৪,২০১৬)