স্টাফ রিপোর্টার : রাজধানীর বনানীতে টাকা বহনকারী এক চাকরিজীবীকে রাস্তায় অবরুদ্ধ করার সময় স্থানীয় জনতা গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ধারী চার ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে।

সোমবার সকাল ১১টার দিকে বনানী মসজিদ এলাকা থেকে তাদের আটক করা হয়।

এরা হলেন- মামুন, আবু বকর, মোস্তফা কামাল আর আল-আমিন দিপু। এদের সকলের বয়স ২৮ থেকে ৩০ এর মধ্যে।

বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, বিবি-ফাইভ থাই কসমো লিমিটেডের কর্মকর্তা জাভেদ মোহাম্মদ চৌধুরী বনানীর একটি ব্যাংকের বুথ থেকে টাকা তুলে রিকশায় অফিসে ফিরছিলেন।

বনানী মসজিদ এলাকায় আসার পর একটি মাইক্রোবাসে করে চার যুবক সেই রিকশার গতি রোধ করে এবং গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে তাকে গাড়িতে তুলে নিতে চায়। এ নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে স্থানীয় লোকজন সেখানে ভিড় করে।

পরে ডিবি পরিচয়ধারী চার যুবককে ধাওয়া দেয় এবং তাদের ধরে পুলিশের টহল দলের কাছে হস্তান্তর করে। আটককৃতদের থানায় নিয়ে আসা হয়েছে।

তাদের কাছ থেকে একটি মাইক্রোবাস, একটি হ্যান্ডকাপ ও ওয়াকিটকি উদ্ধার করে পুলিশ।

এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম।

(ওএস/এটিআর/জুন ০৯, ২০১৪)