স্টাফ রিপোর্টার : দশম জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশনের ৫ম দিনের কার্যসূচি শুরু হয়েছে। সোমবার বিকেল ৪টা ১৩ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হয়।

কার্যসূচি অনুযায়ী প্রথমেই রয়েছে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর টেবিলে উত্থাপন। এরপর ২০১৩-১৪ অর্থবছরের সম্পূরক বাজেট পাস করার কথা রয়েছে সোমবার।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৩-১৪ অর্থবছরের সম্পূরক বাজেট পাশের জন্য আজ সংসদে উত্থাপন করবেন। ৮ হাজার ৬৬ কোটি ২৫ লাখ ৭৯ হাজার টাকার এই সম্পূরক বাজেট পাস হবে এদিন।

সরকার সমর্থিত বিরোধী দলের কোনো রকম বিরোধিতা ছাড়াই বাজেটটি পাস হতে যাচ্ছে। যদিও সম্পূরক বাজেটে একমাত্র বিরোধিতা করেছেন স্বতন্ত্র (পিরোজপুর-৩) সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী।

দশম জাতীয় সংসদের যাত্রা শুরু হয় ২৯ জানুয়ারি। প্রথম অধিবেশন শেষ হয় ১০ এপ্রিল। দশম সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হয় গত ৩ জুন। চলবে আগামী ৩ জুলাই পর্যন্ত। এরমধ্যে ২৯ জুন ২০১৪-১৫ অর্থবছরের বাজেট পাস হবে।

(ওএস/এটিআর/জুন ০৯, ২০১৪)