স্টাফ রিপোর্টার : সীমান্তে হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করেছে কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার দুপুর সাড়ে ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ‘স্বাধীন দেশে পরাধীন, মুক্তি পেতে আওয়াজ দিন’ স্লোগানকে সামনে রেখে এ মানববন্ধন করেন তারা।

সমাবেশে বক্তব্য রাখেন মহাসিন রেজা, প্রিন্স মাহমুদ, খাইরুজ্জামান রাজু, জাকির রাজিব, তৌফিক ইমাম প্রমুখ।

বক্তারা সম্প্রতি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মিজানুর রহমান হত্যার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, মায়ানমার ও ভারত সীমান্তে এ ধরনের হত্যাকাণ্ড দ্রুত বন্ধ করতে হবে। সেক্ষেত্রে বাংলাদেশ সরকারকে কার্যকর ভূমিকা রাখতে হবে।

(ওএস/এটিআর/জুন ০৯, ২০১৪)