কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্র সৈকত এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।

সোমবার বেলা ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে ১৫টি অবৈধ ঘরবাড়ি ও দোকানপাট উচ্ছেদ করে স্থানীয় প্রশাসন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলামের নেতৃত্বে বন বিভাগ ও পুলিশের যৌথ অভিযানে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার বেলা ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটানা যৌথ অভিযান চালিয়ে সমুদ্র চরের ডেইলপাড়া থেকে নিদানিয়া পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার এলাকায় ১৫টি অবৈধ ঘরবাড়ি, দোকানপাট ও অন্যান্য স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম জানান, ঝাউবাগান সৈকতের পরিবেশ রক্ষাসহ বিভিন্ন কাজের অংশ হিসেবে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনাসমূহ উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে এবং তা অব্যাহত থাকবে।

এ সময় ইনানী সহ-ব্যবস্থাপনা বন রক্ষা কমিটির সামাজিক বনায়নের শতাধিক বনরক্ষী উচ্ছেদ কার্যক্রমে অংশগ্রহণ করেন।

(ওএস/এস/জুন ০৯, ২০১৪)