নিউজ ডেস্ক : বাকিতে ব্যবসা করায় রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেডের উত্তরা শাখাকে ২ লাখ টাকা জরিমানা করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।

সোমবার বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের দপ্তরে কর্তৃপক্ষ এবং অভিযুক্ত কোম্পানির মধ্যে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে এই জরিমানা করা হয়।

জানা গেছে, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের একটি পরিদর্শক দল ২০১২ সালের ১৪ নভেম্বর রিলায়েন্স ইন্স্যুরেন্সের উত্তরা শাখা এবং অপর একটি পরিদর্শক দল ২০১২ সালের ২৬ ডিসেম্বর একই কোম্পানির মগবাজার শাখা পরিদর্শন করে। পরিদর্শনকালে তাদের মানি রিসিপ্ট, ব্যাংক ডিপোজিট স্লিপ, ব্যাংক স্টেটমেন্ট, কাভার নোট ও পলিসি পরীক্ষা করে বাকিতে ব্যবসার প্রমাণ পাওয়া যায়।

শুনানি শেষে বিষয়টি প্রমাণিত হলে রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেডকে এক লাখ টাকা, মগবাজার শাখার শাখা ব্যবস্থাপক শফিকুল ইসলামকে ব্যক্তিগতভাবে ৫০ হাজার টাকা এবং উত্তরা শাখার শাখা ব্যবস্থাপক মোসলেহ উদ্দিন চৌধুরীকে ব্যক্তিগতভাবে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

শুনানিতে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. খালেদ মামুন বাকিতে ব্যবসার কথা স্বীকার করে বলেন, ‘এ বিষয়ে সন্দেহ নেই যে, কর্তৃপক্ষ কর্তৃক জারীকৃত সার্কুলারের লঙ্ঘন হয়েছে। এটি অনিচ্ছাকৃতভাবেই হয়েছে।’ তবে বাকি ব্যবসা বন্ধ করতে কোম্পানির সংশ্লিষ্ট সকলকেই সতর্ক করা হয়েছে বলে তিনি কর্তৃপক্ষকে জানান।

শুনানিতে কর্তৃপক্ষের চেয়ারম্যান এম, শেফাক আহমেদ, একচ্যুয়ারি, সদস্য মো. কুদ্দুস খান, সুলতান-উল-আবেদীন মোল্লা এবং জুবের আহমেদ খাঁন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. খালেদ মামুন, কোম্পানির উপদেষ্টা আখতার আহমেদ, সিএফও মোহাম্মদ ছবির আহমেদ, চিফ আন্ডাররাইটিং অফিসার মো. ইসরাফিল এবং মগবাজার শাখার শাখা ব্যবস্থাপক শফিকুল ইসলাম ও উত্তরা শাখার শাখা ব্যবস্থাপক মোসলেহ উদ্দিন চৌধুরী প্রমুখ।

(ওএস/এস/জুন ০৯, ২০১৪)