সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলার বাটকেখালি গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতের নাম খলিলুর রহমান (৪০)। সে সাতক্ষীরা সদরের বাটকেখালি গ্রামের ইদু সরদারের ছেলে।
মৃতের স্বজনরা জানায়, খলিলুর রহমান দীর্ঘদিন ধরে মৃগি রোগে ভুগছিল। মঙ্গলবার সকাল ১০টার দিকে সে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে গিয়ে আর বাড়ি ফেরেনি। দুপুর ১২টার দিকে স্থানীয় লোকজন তার ভাসমান লাশ দেখে বাড়িতে খবর দেয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. নাসিরউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

(আরকে/এএস/এপ্রিল ০৮, ২০১৪)