সাভার প্রতিনিধি : ঢাকার সাভারে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটেদের হামলার শিকার হয়েছেন এক কলেজ ছাত্রী। এ ঘটনায় ওই কলেজ ছাত্রীর পরিবারের অন্য সদস্যদেরও বেধড়ক পিটিয়েছে বখাটেরা।

আহত অবস্থায় কলেজ ছাত্রী তাসনীম জাহান পায়েল, তার বড় বোন মাহমুদা আখতার এবং বাবা তাহের মোল্লাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তবে এ ঘটনায় বখাটেদের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দিলেও তা আমলে না নেওয়ার অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবারটি। সোমবার সকালে আউকপাড়া আদর্শ গ্রামে এ হামলার শিকার হন ওই কলেজ ছাত্রী ও তার পরিবার।

ভুক্তভোগী কলেজ ছাত্রীর বাবা বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় পুলিশ কনস্টেবলের ছেলে সাদ্দাম হোসেনের নেতৃত্বে একদল বখাটে তার মেয়ে তাসনীম জাহান পায়েলকে উত্ত্যক্ত করে আসছিলেন। এ ঘটনায় এরআগে আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। কিন্তু এরপরেও পায়েলকে উত্ত্যক্ত করা থেকে বিরত হননি সাদ্দাম। এ ঘটনায় পায়েল সোমবার সাদ্দামের মুখোমুখি দাঁড়িয়ে উত্ত্যক্তের প্রতিবাদ জানালে ক্ষিপ্ত হয়ে তার উপর হামলা চালায় সাদ্দাম ও তার বন্ধুরা। এক পর্যায়ে পায়েলের মাথায় আঘাত করে তাকে গুরুতর আহত করে বখাটেরা। পরে পায়েলের বাড়িতে হামলা চালিয়ে পরিবারের অন্য সদস্যদেরও মারধর করে তারা।

ঘটনার পর স্থানীয়রা এগিয়ে গিয়ে পায়েল ও তার পরিবারের সদস্যদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

পায়েলের বাবা তাহের মোল্লা আরো বলেন, তিনি বাদী হয়ে অভিযুক্ত বখাটে সাদ্দামসহ ১৫ জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় অভিযোগ জমা দিয়েছেন। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এখন পর্যন্ত মামলাটি আমলে নেয়নি।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম বলেন, কলেজ ছাত্রীর উপর হামলার অভিযোগে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কিন্তু এরপরই মামলার বিবাদীরা পাল্টা একটি অভিযোগ দিয়েছেন। তাই বিষয়টি অধিকতর তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

(ওএস/এস/জুন ০৯, ২০১৪)