রানীশংকৈল প্রতিনিধি :ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল বাচোর ইউনিয়ন কমপ্লেক্স  ভবন হল রুমে গত ৩১ জুলাই পল্লী-কর্ম সহায়ক ফাউন্ডেশন ইএসডিও’র সমৃদ্ধি প্রকল্পের মত বিনিময় সভা  অনূষ্ঠিত হয়।

সভায় ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের নির্বাহি পরিচালক ড.মুহম্মদ শহীদ উজ জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে পল্লী-কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) উপ-ব্যাবস্থাপনা পরিচালক ড. জসীম উদ্দীন বলেন, দারিদ্র দূরীকরণের লক্ষে দরিদ্র পরিবার সমূহের সম্পদ ও সক্ষমতা বৃদ্ধির কাজ দূত এগিয়ে চলছে। স্বাস্থ্য, শিক্ষা ও পুষ্ঠিতে বিশেষ নজর দেওয়া হচ্ছে। তিনি আর ও বলেন, স্থানীয় জনগোষ্ঠী ও প্রতিষ্ঠান সমূহের সাথে প্রাকৃতিক মোকাবেলা এবং দূর্যোগ পূর্ণবাসনের কাজ এগিয়ে চলছে।

বাচোর ইউনিয়নকে সত্যিকার অর্থে একটি আদর্শ ও মডেল ইউনিয়ন তৈরি করা হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ইয়াশিন আলী, সংরক্ষিত ৩০১ আসনের সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, উপজেলা চেয়ারম্যান আইনুল হক, উপজেলা নির্বাহি কর্মকর্তা খন্দকার মোঃ নাহিদ হাসান, পৌর মেয়র আলমগীর সরকার,আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, থানা অফিসার ইনর্চাজ রেজাউল করিম, প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী,ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম লেলিন, সচিব প্রফুল্ল কুমার রায়, সহকারি শিক্ষক কামরুজাম্মান, ইএসডির ম্যানেজার আঃ রাজ্জাক।এসময় উপস্থিত ছিলেন ইএসডিও’র এপিসি মুনছুর আলী সরকার সহ সংস্থার কর্মি ,শিক্ষক ও স্বাস্থ সেবিকারা ।







(কেএএস/এস/জুলাই ৩১,২০১৬)