নওগাঁ প্রতিনিধি : জঙ্গীবাদ, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে নওগাঁ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনগুলো প্রতিবাদমুখর হয়ে উঠেছে। সোমবার সকালে জেলা জুড়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১টায় নওগাঁ সরকারী ডিগ্রী কলেজ ও সরকারী বিএমসি মহিলা কলেজ ডিগ্রীর মোড় ও মুক্তির মোড়ে শহরে পৃথকভাবে মানববন্ধন করে। জেলা আওয়ামী আইনজীবি পরিষদ আদালত চত্বরে মানববন্ধন ও সমাবেশ করে।

আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি এ্যাডভোকেট অজিত কুমার রায়ের সভাপতিত্বে মানব বন্ধন চলাকালে অন্যান্যোর মধ্যে বার এ্যাসিয়োশনের সভাপতি এ্যাডভোকেট আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সাইদুর রহমান, আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবদুল্লাহেল বাকী প্রমুখ বক্তব্য রাখেন।

এছাড়া নামাজগড় গাউসুল আযম কামিল মাদ্রাসা তাজের মোড়ে মানববন্ধন করে। এদিন সকাল ৯ টায় সাপাহার উপজেলা সদরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে এক কিলোমিটার এলাকাজুড়ে একটি বিশাল মানববন্ধন জিরোপয়েন্টে প্রায় ঘন্টা কালব্যাপী অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেলার করমজাই ফাজিল মাদ্রাসা এবং পত্নীতলা উপজেলার দিবর ছিদ্দিক নগর দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা পৃথক মানববন্ধন করে।

অপরদিকে মান্দা উপজেলায় মান্দা মমিন শাহানা ডিগ্রি কলেজ, গোটগাড়ী শহীদ মামুন হাইস্কুল ও কলেজ, মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ, উত্তরা ডিগ্রি কলেজসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী র‌্যালি, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।



(বিএম/এস/আগস্ট ০১,২০১৬)