বান্দরবান প্রতিনিধি : সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি মেম্বার মং পু মারমার অপহরণকারী জনসংহতি সমিতির সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে জেলা আওয়ামীলীগ। আজ মঙ্গলবার সকাল ১১টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে আওয়ামীলীগ।

মিছিলটি বাজার প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে এসে শেষ হয়। পরে সেখানে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইসলাম বেবী, সহ-সভাপতি একেএম জাহাঙ্গীর, মং ঙো প্রু চৌধুরী, পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ, সাংগঠনিক সম্পাদক, মোজ্জাম্মেল হক বাহাদুর, যুবলীগের আহবায়ক মোঃ হোসেন, স্বেচ্ছা সেবক লীগের সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন, জেলা ছাত্রলীগের সভাপতি কাউসার সোহাগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আবুল কালাম মুন্না।

বক্তারা বলেন, মংপু মারমা অপহরণের দীর্ঘ ২ মাস অতিবাহিত হতে চললেও প্রশাসন তাকে উদ্ধার করতে পারনি। অপহরণ মামলা হলেও আসামীদের গ্রেফতার করতে গড়িমসি করছে।

বক্তারা বলেন, জনসংহতি সমিতি একটি চাঁদাবাজ ও সন্ত্রাসী সংগঠন। পাহাড়ে অশান্তি সৃষ্টি করছে এই সংগঠনের সশস্ত্র সন্ত্রাসীরা। বক্তারা আইনশৃঙ্খলা বাহিনীর কড়া সমালোচনা করে অবিলম্বে জেএসএস’র সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান।

প্রসঙ্গত গত ১৩ জুন জামছড়ি পাড়া থেকে জনসংহতি সমিতির সশস্ত্র সন্ত্রাসীরা অস্ত্রের মুখে আওয়ামীলীগ নেতা ও সাবেক মেম্বার মং পু মারমাকে অপহরণ করে নিয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে অভিযান অব্যহত রাখা হলেও এখনো পর্যন্ত তার কোন সন্ধান পায়নি।

(এএফবি/এএস/আগস্ট ০২, ২০১৬)