হাকিকুল ইসলাম খোকন : সুরবাহার বাংলাদেশ কালচারাল একাডেমী  আয়োজিত জ্যামাইকা মেলা অনুষ্টিত হবে ২৭ আগষ্ট শনিবার অপরাহ্ন ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত।

সুজান বি এন্থোনীতে। হিলসাইড এভিনিউ এবং ১৮২ষ্ট্রীট, জ্যামাইকা, নিউইয়র্ক-এনওয়াই-১১৪৩২ ঠিকানায় অনুষ্ঠিত মেলায় সকল প্রবাসীদের স্বাদর আমন্ত্রণ জানিয়েছেন আয়োজক কমিটির আহবায়ক বাহালুল সৈয়দ উজ্জল ও সদস্য সচিব সাইফুল্লাহ ভুইয়া ।

(এইচআইকে/এএস/আগস্ট ০৪, ২০১৬)