সোনাইমুড়ীতে মাদক ব্যবসায়ি আটক
নোয়াখালী প্রতিনিধি : সোনাইমুড়ী পৌরসভার ভানুয়াই গ্রামে বাবলু (৪৫) নামের এক মাদক ব্যবসায়িকে সোমবার রাতে আটক করেছে সোনাইমুড়ী থানা পুলিশ।
এসময় তার কাছ থেকে ১৬ বোতল ফেন্সিডিল, ৬ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা ও ১ বোতল বিদেশী বিয়ার উদ্ধার করা হয়। জানা যায়, বাবলু স্থানীয় ইউনুছ মিয়ার ছেলে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সামাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাবলু’র বাড়ীতে অভিযান চালিয়ে মাদক দ্রব্যসহ তাকে আটক করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
(ওএস/জেএ/জুন ১০, ২০১৪)