ত্রিশাল(ময়মনসিংহ)প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশালের ইউনিয়ন পরিষদের নতুন চেয়ারম্যানকে দায়িত্ব বুঝিয়ে না দিয়ে পরিষদে দেশীয় অস্ত্র প্রদর্শনের অভিযােগ পাওয়া গেছে সাবেক চেয়ারম্যান সুরঞ্জন দেবনাথ বলাই এর বিরুদ্ধে।

জানা যায় উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আনিছুর রহমান ভুট্রো শপথ গ্রহন করার রবিবার সকালে মেম্বারদের নিয়ে পরিষদ পরিদর্শনে যান। এ সময় নতুন চেয়ারম্যান পরিষদের ভিতরে প্রবেশ করলে সাবেক চেয়ারম্যান বলাই পরিষদের ভিতরে তার টেবিলের নিচ থেকে দা বের করে হুমকি প্রদান করে। পরিস্থিতি বেগতিক দেখে নবনির্বাচিত চেয়ারম্যান ভুট্রো আইনশৃংখলা বাহিনি খবর দেয় এবং বের হয়ে ইউপি সদস্য ও স্থানীয় জনগণকে নিয়ে প্রবেশ করলে সাবেক চেয়ারম্যান অস্ত্র রেখে পালিয়ে যায়। পরে ত্রিশাল থানা পুলিশ ও সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ মামুন ঘটনাস্থলে গিয়ে শান্ত করে।

প্রত্যক্ষদর্শী জলিল ঢালী জানান সাবেক চেয়ারম্যান অস্ত্র বের করলে নতুন চেয়ারম্যানের আর্তচিৎকারে আমরা দৌড়ে আসি।

এব্যপারে নবনির্বাচিত চেয়ারম্যান আনিছুর রহমান ভুট্রো জানান, আমি ইউপি সদস্যদের নিয়ে পরিষদে আসলে বলাই আমাকে মেরে ফেলার জন্য অস্ত্র বের তখন আমি চিৎকার দিলে
এলাকার জনগণ দৌড়িয়ে আসে এবং সে পালিয়ে যায়।

তবে সাবেক চেয়ারম্যান বলাই জানান আমি কোন অস্ত্র দেখায়নি,পরিষদেই ছিলাম একটু তর্ক বিতর্ক হয়েছে মাত্র।

ত্রিশাল থানা ওসি (তদন্ত) মোখলেছুর রহমান জানান,ঘটনার শুনার পরপরই পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে এবং দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
উপজেলা সহকারী কমিশনার ভুমি আব্দুল্লাহ আল মামুন জানান দু পক্ষের মধ্যে উত্তেজনার কথা শুনে ঘটনাস্থলে যাই। বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে








(এমআরএন/এস/আগস্ট০৮,২০১৬)