বান্দরবান প্রতিনিধি :বান্দরবানে বান্দরবানে রেড ক্রিসেন্ট ইউনিটের চেক বিতরণ করা হয়েছে। প্রতি পরিবারকে ৩০ হাজার টাকা করে ১৬৫ পরিবারকে ৪৯ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। জেলা পরিষদ সভাকক্ষে আজ সোমবার আনুষ্ঠানিকভাবে রেডক্রিসেন্ট সোসাইটির উপকারভোগীদের মাঝে এই চেক বিতরণ করা হয়।


চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার এ্যাড, তৌহিদুর রহমান। বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লার সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রীগেডিয়ার জেনারেল মোঃ জুবায়ের সালেহীন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট বোর্ডের সদস্য শেখ রাইসুল আলম ময়না, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী মাজহারুল হক, বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী একেএম জাহাঙ্গীরসহ সংস্থার উচ্চ পদস্থ কর্মকর্তা এবং রেড ক্রিসেন্ট ইউনিটের উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
এ সময় বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী একেএম জাহাঙ্গীর জানান, রেড ক্রিসেন্টের উপকার ভোগীরা যাতে স্বাবলম্বী হতে পারে সে জন্য এই অর্থনৈতিক নিরাপত্তার কর্মসুচী চালু করা হয়েছে। উপকারভোগীরা চাইলে এই টাকা খরচ করতে পারবেন না। এই টাকা ব্যাংকে জমা থাকবে। সংস্থার অনুমতিপত্র নিয়ে টাকা উত্তোলন করতে হবে।


(এএফবি/এস/আগস্ট০৮,২০১৬)