নওগাঁ প্রতিনিধি : সোমবার সকাল সাড়ে ১০টায় নওগাঁর সাপাহারে জামায়াতের উপজেলা নায়েবে আমীর মৌলানা আজিজুর রহমান (৫২)কে গ্রেফতার করেছে  পুলিশ। আজিজুর রহমান উপজেলার করলডাঙ্গা গ্রামের ইসমাইল হোসেনের পুত্র।

থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল ইসলাম জানান, নাশকতা ষড়যন্ত্রে লিপ্ত থাকা আজিজুরকে উল্লেখিত সময় সদরের জিরো পয়েন্ট এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাকে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ আইনের মামলায় নওগাঁ আদালতে পাঠানো হয়। বিগত ২০১৩ সালে সাপাহারে পুলিশের ওপর জামায়াত- শিবিরের সন্ত্রাসী হামলা মামলায় অন্যতম আসামী ছিলেন এই জামায়াত নেতা আজিজুর।

(বিএম/এস/আগস্ট০৮,২০১৬)