স্টাফ রিপোর্টার : মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার  আব্দুস সালামসহ চার রাজাকারকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এরা হলেন, আ. রহিম মাস্টার, জামাল উদ্দিন ও সুরুজ আলী ফকির।

মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর আবুল কালাম।

এর আগে গতকাল ছয়জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। গ্রেফতারি পরোয়ানা জারির পর সোমবার রাতেই ময়মনসিংহ সদরের ঢোলাদিয়া থেকে আ. রহিম মাস্টার, নিমতলা থেকে জামাল উদ্দিন ও মুক্তাগাছা উপজেলা সদর থেকে আব্দুস সালাম মুন্সী ও সুরুজ আলী ফকিরকে গ্রেফতার করে পুলিশ।

এই মামলার তদন্তকারী কর্মকর্তা এএসপি রুহুল আমীন। হত্যা, ধর্ষণ, নির্যাতন, অগ্নিসংযোগের অভিযোগে আসামিদের বিরুদ্ধে চলতি বছরের ১৭ মে থেকে তদন্ত শুরু করা হয়েছে।

(ওএস/এএস/আগস্ট ০৯, ২০১৬)