বরিশাল প্রতিনিধি : বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) কার্যালয়ে ভাঙচুর ও সহকারী রেজিস্ট্রারকে মারধরের ঘটনায় ছয় শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশপ্রাপ্তদের ১২ জুনের মধ্যে জবাব দিতে বলেছেন ববির কর্তৃপক্ষ।

নোটিশপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের আকিব জাবেদ খান, আল মামুন, ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের রেজা শরীফ, এনামুল হক মনি, অর্থনীতি তৃতীয় বর্ষের সাইদুল ইসলাম এবং রাষ্ট্রবিজ্ঞানের প্রথম বর্ষের মিঠুন দে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খান সোমবার রাতে নোটিশের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নোটিশের জবাব পাওয়ার পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, ৫ জুন রেজিস্ট্রার কার্যালয়ে ভাঙচুর ও সহকারী রেজিস্ট্রারকে মারধরের ঘটনার পর সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির প্রাথমিক তদন্তে হামলার ঘটনায় ছয় ছাত্র জড়িত থাকার প্রমাণ মিলেছে। তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে ওই শিক্ষার্থীদের নোটিশ দিয়ে কারণ দর্শাতে বলা হয়।

(ওএস/এইচআর/জুন ১০, ২০১৪)