হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি : হালুয়াঘাটে নবজাতকের মৃত্যুর ঘটনায় থানায় মামলা হযেছে ।ঘটনায়  ৩ জনকে আটক করা হয় । 

জানা যায়, উপজেলার নড়াইল ইউনিয়নের কিসমত নড়াইল গ্রামের রফিকুল ইসলামের কন্যা রুমা আক্তার (২০) এর সদ্য ভুমিষ্ঠ পুত্র সন্তানের মৃত্যুর ঘটনায় ১১ আগষ্ট হালুয়াঘাট থানায় মামলা দায়ের করেন রুমা আক্তারের মা দেলুয়ারা বেগম।

অভিযোগে প্রকাশ,গত ১২ জুলাই সকালে বাঁশ ঝাঁড়ের কঞ্চি কাটা নিয়ে প্রতিবেশী সোহেল রানা (২৬), আরিফ হোসেন (২২), আবুল হোসেন (৬০) এর সাথে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে বাঁশের লাঠির আঘাতে দেলুয়ারা বেগমের ডান হাতের কব্জির ও কুনইয়ের মাঝামাঝি স্থানে হাড়ভাঙা জখম করে। এ ঘটনায় তার ডাক চিৎকারে সাত মাসের গর্ভবতী কন্যা রুমা আক্তার সহ স্থানীয়রা বিবাদীদের কবল থেকে উদ্ধারের জন্য এগিয়ে আসলে উল্লেখিত ব্যক্তিদ্বয় গর্ভবতী মেয়ের বুকের উপর উঠে বসে কিল, ঘুষি মারতে থাকে এবং মেয়েটিকে আহত করে।
স্থানীয়রা উদ্ধারের পর ১২ জুলাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মা ও মেয়ে কে ভর্তি করে এবং ১০ আগষ্ট দিবাগত রাতে নির্দিষ্ট সময়ের পূর্বেই রুমা আক্তারের মৃত পুত্র সন্তান জন্ম গ্রহণ করে।

এ বিষয়ে হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ কামরুল মিঞা সাংবাদিকদের জানায়, নবজাতকের মৃত্যুর ঘটনায় অত্র থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িত তিনজনকে আটক করেছেন। মৃত শিশুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আটক ব্যক্তিদের আদালতে সোর্পদ করা হয়েছে বলে তিনি জানান।







(জেসিজি/এস/আগস্ট১১,২০১৬)