হাকিকুল ইসলাম খোকন,: কুইন্সের এসেম্বলি ডিষ্ট্রিক্ট ২৯এর এসেম্বলিউয়োম্যান এলিসিয়া হ্ইান্ডম্যানের পুননির্বাচন হবে আগামী নভেম্বরে। সেই নির্বাচনের লক্ষ্যে ক্যাম্পেইন শুরু হলো গত রবিবার।

সাউথ জ্যামাইকার লরেনটনে অবস্থিত সাদার্ন গার্লস সোল ফুডে ফান্ড রেইজিং এর মধ্য দিয়ে এই ক্যাম্পেইনের উদ্বোধন হয়।

দুপুর থেকে বিকেল ৬টা পর্যন্ত এই কিক অফ অনুষ্টানে যোগ দিয়ে তাকে সমর্থন জানান তার সতীর্থ এসেম্বলিম্যান ডেভিড ওয়েপ্রিন, কাউন্সিলম্যান ডেনিক মিলার, কাউন্সিলম্যান রোরি ল্যান্সম্যান,এসেম্বলিম্যান লি রয় কমরি, ষ্টেট সিনেটর স্যান্ডার্স, মেনি কফম্যান, আর্চি স্প্রিংগার প্রমুখ।

এদিকে এলিসিয়া হাইন্ডম্যান জানান, যেহেতু তিনি বাংলাদেশী অধ্যুষিত এলাকার এসেম্বলিউয়োম্যান তাই তিনি একজন বাংলাদেশী তরুণীকে তার অফিসে নিয়োগ দিয়েছেন।



(এইচআইকে/এস/আগস্ট১১,২০১৬)