দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর এর বিজনেস স্টাডিজ অনুষদের অধীনে পরিচালিত এমবিএ (সান্ধ্যকালীন) প্রোগ্রামের সেপ্টেম্বর/২০১৬ সেশনের ভর্তি সংক্রান্ত সকল কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মমিনুল ইসলাম পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজনেস স্টাডিজ অনুষদের অধীনে পরিচালিত এমবিএ (সান্ধ্যকালীন) প্রোগ্রামের নতুন ভর্তি বিজ্ঞপ্তি পরবর্তীতে প্রকাশ করা হবে। এ সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.hstu.ac.bd) পাওয়া যাবে বলে উল্লেখ করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

(এটি /এএস/আগস্ট ১১, ২০১৬)